রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৬ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম মহলদারপাড়ার মৃত শারাফাত আলীর ছেলে সাদেক আলী(৬২), নওদাপাড়া রায়পাড়া গ্রামের মৃত
মুনসুর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪২), হাট নওদাপাড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে সম্রাট (৪৫), নওদাপাড়া বাজারের মৃত আইয়ুব আলীর ছেলে শাহজাহান আলী (৫৫), রায়পাড়া বড়পুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে রাজু (৩৫), নওদাপাড়া কুশর সেন্টারের মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৩)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখুদম থানার উত্তর নওদাপাড়া সাকিনস্থ জনৈক মসাদেক আলীর পুকুরের পশ্চিম পাশ হতে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।