রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৮৪৭ জনের করোনা শনাক্ত ও নতুন করে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৯ হাজার ৬৬৬ জন। এদিন গত দিনের থেকে ৮৪ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৭৬৮ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৮২ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১২ হাজার ৩৫০ জন। বাঘা উপজেলায় ৩০৪ জন, চারঘাট উপজেলায় ৩৪৭ জন, পুঠিয়া উপজেলায় ৩৩০ জন, দুর্গাপুর উপজেলায় ২৯০ জন, বাগমারা উপজেলায় ২৯৯ জন, মোহনপুর উপজেলায় ২৪৯ জন, তানোর উপজেলায় ৩০৪ জন, পবা উপজেলায় ৪২২ জন ও গোদাগাড়ীতে ২৮২ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৮ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৪৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪৯ হাজার ৬৬৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬৮ জনের। এদিন নতুন করে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৬ হাজার ৯০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৫ হাজার ১৮২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৭৬৮ জন, নওগাঁ ৩৭৭০ জন, নাটোর ২৯৯৯ জন, জয়পুরহাট ২৯৭৯ জন, বগুড়া জেলায় ১৩ হাজার ৫৪ জন, সিরাজগঞ্জ ৪০৯০ জন ও পাবনা জেলায় ৩৭৮৮ জন। মৃত্যু হওয়া ৭৬৮ জনের মধ্যে রাজশাহী ১৩১ জন, চাঁপাইনবাগঞ্জে ৯৬ জন, নওগাঁ ৬৮ জন, নাটোর ৪৫ জন, জয়পুরহাট ২৩ জন, বগুড়া ৩৫৫ জন, সিরাজগঞ্জ ২৮ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৯ হাজার ৯৭১ জন।
এস/আর