খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র রাজধানীজুড়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে বিভিন্ন সড়কে।
এ অবস্থায় হেঁটে আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর কদম ফোয়ারা থেকে হেঁটে বকশীবাজারের আদালতের দিকে যান। এ সময় তাদের সঙ্গে নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে কাকরাইল মোড় এলাকায় এলে গাড়ি নিয়ে যেতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাধা দেয় পুলিশ। এ সময় ড. মোশাররফ ও আমীর খসরুও ছিলেন।
সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের পথে রওনা দেন খালেদা জিয়া। পথে হাজার হাজার নেতাকর্মী তার সঙ্গে যোগ দেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ