চাঁপাই ব্যুরো: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণা করা হলেও চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি। এমনকি পার্টি অফিসও তালাবদ্ধ দেখা গেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
বুধবার বিকেল থেকে বিভিন্ন সড়ক-মহাসড়কে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র পুলিশ-র্যাব-বিজিবি টহল অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীরা সন্ত্রাস-নৈরাজ্য রুখতে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সকালে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ শো-ডাউন শেষে পার্টি অফিসে নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন।
এছাড়া শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাঃ গোলাম রাব্বানী নেতা-কর্মীদের নিয়ে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কানসাট-শিবগঞ্জ এলাকায় প্রতিরোধ গড়ে তুলেছেন, যেন বিএনপি-জামায়াত কোন নাশকতা চালাতে না পারে এজন্য।
জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম বলেছেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জান-মালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ