রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১২ জনের মৃত্যু ও নতুন করে ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৯০১ জন। এদিন গত দিনের থেকে অর্ধেক করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগের দিন বিভাগে ৬৬৮ জনের করোনা শনাক্ত হয়। এদিন ২২ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৬৪৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩২ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১০ হাজার ১৯ জন। বাঘা উপজেলায় ২৩২ জন, চারঘাট উপজেলায় ২৬১ জন, পুঠিয়া উপজেলায় ২৫১ জন, দুর্গাপুর উপজেলায় ১৫৫ জন, বাগমারা উপজেলায় ২২৯ জন, মোহনপুর উপজেলায় ২০৩ জন, তানোর উপজেলায় ২৩৫ জন, পবা উপজেলায় ৩৮৬ জন ও গোদাগাড়ীতে ২৬১ জন। জেলার ৯টি উপজেলায় ২২১৩ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৪৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৯০১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫৮ জনের। এদিন নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৩ হাজার ৮১২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১১ হাজার ৯২৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩২৯১ জন, নওগাঁ ২৯৯৮ জন, নাটোর ২২৬৫ জন, জয়পুরহাট ২৩৬৫ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৫৬৭ জন, সিরাজগঞ্জ ৩৮৬৮ জন ও পাবনা জেলায় ৩৩৫৫ জন। মৃত্যু হওয়া ৬৫৮ জনের মধ্যে রাজশাহী ১০৯ জন, চাঁপাইনবাগঞ্জে ৭৩ জন, নওগাঁ ৫২ জন, নাটোর ৩৪ জন, জয়পুরহাট ১৫ জন, বগুড়া ৩২৬ জন, সিরাজগঞ্জ ২৭ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৬ হাজার ৬৪০ জন।
এস/আর