সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নাশকতা ও সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ পৌর কাউন্সিলর ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার শিপুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে কাউন্সিলর শিপুসহ দুইজন ও রায়গঞ্জ থেকে একজনকে পুলিশ গ্রেফতার করে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, নাশকতার অভিযোগে পৌর কাউন্সিলরসহ তিনজনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ