খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুঃশাসনের দৌরাত্ম্য ভয়ংকর রূপ নিয়েছে। সরকারি বাহিনীর উন্মুক্ত আস্ফালনে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে। সভাসমাবেশ নিষিদ্ধ হলে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে পুলিশ পাহারায় কারা বেপরোয়া মোটরসাইকেল মহড়া দিচ্ছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার স্বার্থ রক্ষা করছে?
রিজভী আরও বলেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাসা, হোটেল এমনকি গলি থেকে টেনেহেঁচড়ে বের করে আটক করছে। এভাবে চলতে থাকলে পুলিশ রাস্তাঘাটে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলিও চালাতে পারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ