রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলো, হায়দার আলী(৪৫), হোসেন(৪০), জিনারুল(৪৮) ও আব্দুস সালাম (৩৩)। নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর