বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় ৩/৪ মাস ধরে (৬০) বছরের এক পাগলী বস্তা নিয়ে বাসট্যান্ড এলাকায় ভিক্ষা করতেন। গত তিনদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। পরে পরিচ্ছন্নতা কর্মীরা ওই এলাকায় সড়ক পরিস্কার করতে গেলে একটি জীর্ণ বস্তা পান। পরে বস্তাটি তারা পৌরসভায় নিয়ে আসেন। সেখানে বস্তা খুলে বিভিন্ন পলিথিন ব্যাগে দেখা যায় খুচরা নোট পয়সা মিলে ১৬ হাজার ৪২০ টাকা রয়েছে।
তিনি আরও বলেন, টাকা গুলো পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে। আমার বিশ্বাস সে ফিরে আসবে এবং তাকে( ভিক্ষুককে) পাওয়ায় সাপেক্ষে তার টাকা ফেরৎ দেয়া হবে।
এস/আর