1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নয়া ভিসি ডা. মোস্তাক হোসেন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নয়া ভিসি ডা. মোস্তাক হোসেন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৭ মে, ২০২১
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ডা. মোস্তাক হোসেন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ২য় উপাচার্য হলেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এজেডএম মোস্তাক হোসেন। আজ বৃহস্পতিবার (২৭ মে) রাস্ট্রপতি ও রামেবির চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৬’ এর ১২(১) ধারা অনুসারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যণ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অধ্যাপক ডা. মোস্তাক হোসেন ১৯৬০ সালের ১ জানুয়ারি শরিয়তপুর জেলার নড়িয়া থানার বাজনপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধীনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস এবং ১৯৯৩ সালে বিসিপিএস থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

প্রগতিশীল এ চিকিৎসক ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মেডিকেল কলেজ শাখা, রাজশাহী জেলা ও মহানগর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিএমএর আজীবন সদস্য ও প্রাক্তন কাউন্সিলর ছিলেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা এম এ কাসেম বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ১৯৭৩ সালে এমপি নির্বাচিত হন। মা বেগম হাফিজুন্নেসা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, মাদারিপুর জেলা শাখার সভাপতি ছিলেন। প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবের মেয়াদ শেষ হয়। ওইদিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রামেবির কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদকে পরবর্তী উপাচার্য যোগদান না করা পর্যন্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন কাজ পরিচালনার জন্য নিয়োগ দেয়া হয়।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST