রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জনের মৃত্যু ও ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় আগের দিনের থেকে ১৩৩ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন নতুন করে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৪ হাজার ৪৯৭ জনে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৩ জনের। এদিন রাজশাহী জেলায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৬ হাজার ৮৮৮ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০৩ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১৩৭ জন, মোহনপুর উপজেলায় ১৬৫ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৫০ জন ও গোদাগাড়ীতে ১৬১ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৯৫ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৪০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৪ হাজার ৪৯৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩৮ জনের। এদিন নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩১ হাজার ১৫১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮৪৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৫৫৬ জন, নওগাঁ ২১৮২ জন, নাটোর ১৬৬৯ জন, জয়পুরহাট ১৬৭৬ জন, বগুড়া জেলায় ১২ হাজার ২২৩ জন, সিরাজগঞ্জ ৩৬৩৫ জন ও পাবনা জেলায় ৩০৬৫ জন। মৃত্যু হওয়া ৫৩৮ জনের মধ্যে রাজশাহী ৮২ জন, চাঁপাইনবাগঞ্জে ২৮ জন, নওগাঁ ৩৮ জন, নাটোর ২১ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩১২ জন, সিরাজগঞ্জ ২৪ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭২ হাজার ৫৩৮ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।