দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে ৩য় দিনের মতো রাজশাহীর শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানানো হয়। তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা অন্য মনস্ক হয়ে পড়েছে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। এ সময় রাজশাহী মহানগরীতে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।