1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় মহাসড়কের পাশে ফুটপাত দখল মুক্ত রাখতে গণবিজ্ঞপ্তি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

পুঠিয়ায় মহাসড়কের পাশে ফুটপাত দখল মুক্ত রাখতে গণবিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
ছবি: প্রতিকি

ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজার এলাকার ফুটপাত গুলো স্থানীয় ব্যবসায়িরা দখলে রেখেছেন। এতে দীঘদিন যাবত সাধারণ পথচারীরা ঝুকিপূর্ণ ভাবে চলাচল করতে হতো। এলাকার লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করেন। বিষয়টি আমলে নিয়ে প্রশাসন ফুটপাত দখল মুক্ত করতে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ- এর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি জারি করেন।

বানেশ্বর হাট ইজারদার ওসমান আলী বলেন, হাটের মধ্যে মহাসড়কের দুই পাশের ফুটপাত বেদখল হয়ে গেছে। এতে সাধারণ পথচারীরা চলাচলে চরম দূর্ভোগের মধ্যে পরেন। পখচারীরা অনেক সময় ছোট-বড় দুর্ঘটনার শিকার হোন। পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।
আবুল কালাম নামের একজন ব্যবসায়ি বলেন, স্থানীয় ব্যবসায়িরা প্রভাব খাটিয়ে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে দোকানের পরিধি বাড়িয়েছেন। যার ফলে, প্রতিদিনিই রাস্তায় ব্যাপক যানযট সৃষ্টি হচ্ছে। অনেক সময় সড়ক দূর্ঘটনাও ঘটছে।

গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি নিশ্চিত করে উপজলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, মহাসড়কের দুই পাশে ৮ ফিট ফুটপাত রয়েছে। কিন্তু অনেক দোকানদার বা মালিক চলাচলের জায়গা দখল করে দোকানের পরিধি বর্ধিত করেছেন। যার ফলে প্রতিদিনিই রাস্তায় ব্যাপক যানযট সৃষ্টি হচ্ছে ও অনেক সড়ক দূর্ঘটনা ঘটছে। এ কারনে আগামী ২৪ মে মধ্যে জনসাধারণের চলাচলের জায়গা ছেড়ে দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে বলা হলো। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিরুদ্ধে ১৮৬০ এর ২৯১ ধারার বিধান মোতাবেক ৬ (ছয়) মাস পর্যন্ত জেল বা অনির্দিষ্ট পরিমাণ অর্থদণ্ড বা উভয় দন্ডে দণ্ডিত করা হবে বা অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST