রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য সচিব পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাজশাহী মহানগরীর পরিবেশ উন্নয়ন বিষয়ে আগামী কর্মপরিকল্পনা তুলে ধরেন।
পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, কমিটির সদস্য ও ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, উদ্ভিদতত্ত¡বিদ শেখ হেলিনা বুলবুল, পরিবেশ শাখার কর্মকর্তা ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
এস/আর