নিজস্ব প্রতিবেদক :
আগামী ২২ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে বুধবার সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এক জরুরী সভা নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে । মেয়রের দপ্তর কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সকল বিভাগীয় প্রধানদের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার আগমন ব্যানার ছাড়া অন্যান্য সকল ব্যানার অপসারণ, প্রধান প্রধান সড়কসহ সকল সড়কের ফুটপাত দখলমুক্তকরণ, পানি ছিটিয়ে রাস্তার উপরে ধুলাবালি নিস্কাশন, যত্রতত্র গাড়ী পার্কিং নিয়ন্ত্রণ, রাস্তার উপর নির্মাণ সামগ্রী অপসারণসহ মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মু: গোলাম মুর্শেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটু উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে