রাজশাহীর চারঘাটে পরিবারের কাছ থেকে মাদক সেবনের টাকা না পেয়ে তারেক (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত: তারেক উপজেলার থানাপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তারেক তার নিজ শয়ন কক্ষে আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাসঁ দেয়। বিষয়টি তার
মা দেখতে পাওয়ায় জীবিত আছে ভেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
এস/আর