চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আপাতত করোনার ২য় ডোজ টিকা পাচ্ছেননা এক হাজার মানুষ। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলায় মোট ৩হাজার একশ ১৭জন মানুষ ১ম ডোজ করোনা টিকা গ্রহণ করেছেন। ১৭ মে পর্যন্ত ২য় ডোজ টিকা নিয়েছেন ১হাজার ১৩জন। মজুদ আছে সাড়ে ৪’শ। ফলে আপাতত ১ম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে বাঁকী থেকে যায় ১ হাজার ৫৪জন। বাকি ১ হাজার ৫৪ জন ২য় ডোজ টিকা পরবর্তীতে পাবেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ জানান, বর্তমানে সাড়ে ৪’শ
টিকা মজুদ আছে। এটি শেষ হলে পরবর্তীতে টিকা পেলে বাঁকীদের ২য় ডোজ দেয়া হবে। তিনি আরো বলেন, ১ম ডোজ টিকা নেয়ার পর ২/৩ মাসের মধ্যে ২য় ডোজ টিকা নেয়া যায়। একটু দেরীতে হলেও সরবরহ পেলে যারা ২য় ডোজ পাননি তাদের দেয়া হবে। ২য় ডোজ টিকা পাওয়ার জন্য যাদের মোবাইলে ম্যাসেজ এসেছে এখন টিকা না পেলে পরবর্তীতে টিকা পাওয়া সাপেক্ষে তাদের টিকা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
এস/আর