রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পরিচয়ে প্রেমিকাকে হোটেলে নিয়ে গিয়ে রাতে একাধিকবার শারীরিক মেলামেশার পর কৌশলে প্রেমিকাকে রেখে পালিয়ে যাওয়ার সময় সুনিল কুমার (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত শনিবার (১৫) মে বিকেলে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকা থেকে বেলপুকুর থানা পুলিশ তাকে আটক করে পুঠিয়া থানায় সোপর্দ করেছে। আটক সুনিল কুমার জামালপুর জেলার সদর থানার বজরামপুর এলাকার হরিজন পল্লীর মৃত আশক কুমারের ছেলে। ভুক্তভোগী প্রেমিকা (১৮) ওই এলাকার জনৈক ব্যক্তির মেয়ে।
পুঠিয়ার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদের দিন তারা
নিজ বাড়ি থেকে রাজশাহী মহানগর এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিল। পথে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত যাপন করে। সেখানে অবস্থান করার সময় সুনিল কুমার তার প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করে। পর দিন সকালে কৌশলে সুনিল কুমার প্রেমিকাকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে তার প্রেমিকা তার পিছু নিয়ে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় ধরে ফেলে। সেখানে তাদের ঝগড়া-বিবাদের একপর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ
বিষয়ে পুঠিয়া থানায় প্রেমিকা বাদি হয়ে প্রেমিক সুনিল কুমারের নামে ধর্ষণ মামলা দায়ের করেছে। সেই মামলায় সুনিল কুমারকে আটক দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
এস/আর