পর পর ২ দিন রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনায় মৃত্যু শূন্য ছিল ২ দিন। আগের দিন ও শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হয়নি। শনাক্তের সংখ্যাও কমে গেছে। এদিন ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও আগের দিন ৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতদিনের তুলনায় ৯ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৯৩৫ জনে ও মৃত্যু হয়েছে মোট ৫১৩ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ৯ জনের। রাজশাহী জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬২ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৭২ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৯৩৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৩ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। এরমধ্যে ২৯ হাজার ৯৪৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮০০৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ১০৯৯ জন, নওগাঁ ২০৮৯ জন, নাটোর ১৫৮৭ জন, জয়পুরহাট ১৬১৩ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৬২ জন, সিরাজগঞ্জ ৩৫৩০ জন ও পাবনা জেলায় ২৯৩৮ জন। মৃত্যু হওয়া ৫১৩ জনের মধ্যে রাজশাহী ৭৬ জন, চাঁপাইনবাগঞ্জে ২২ জন, নওগাঁ ৩৬ জন, নাটোর ২০ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৫ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ৪২৫ জন।
এস/আর