বেতন বোনাসের দাবিতে রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় অবস্থিত কেমিকো ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানীর কর্মচারীরা বিক্ষোভ করেছে। আজ বুধবার সকালে কোম্পানির সামনে এ বিক্ষোভ করেন তারা। এ সময় কর্মচারীরা দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভকারী কর্মচারীরা জানান, পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়লও এখনো কোম্পানির পক্ষ থেকে তাদের বেতন ও বোনাস দেয়া হয়নি। এ কারণে পবিত্র ঈদ উদযাপন করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। অর্থ না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে তাদের ঈদ ভাল কাটবে না। আগে থেকে বেতন-বোনাস পরিশোধের জন্য বলা হলেও কোম্পানির পক্ষ থেকে তা করা হয়নি। এজন্য তারা ছুটির আগমুহূর্তে বেতন-বোনাস পরিশোধের জন্য বিক্ষোভ করছেন।
এস/আর