রাজশাহীতে করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে মহানগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর প্রধান প্রধানমন্ত্রীর পক্ষে ৩৬০ জন অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।
উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সেমাই ও ৫০০ গ্রাম গুড়ো দুধ প্রদান
করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জিয়াউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মইনুল ইসলাম, স্থানীয় সকরকার বিভাগের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এস/আর