বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হিমাচলে নিজ বাড়ি যাবেন বলে করোনা পরীক্ষা করিয়েছিলেন এই নায়িকা। শুক্রবার করোনা পরীক্ষা করার পর শনিবার সকালে ফলাফল পজিটিভ আসে। শনিবার (৮ মে) সকালে ইনস্টাগ্রামে নায়িকা নিজেই করোনায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী এখন ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। অবশ্য টুইটার থেকে তাকে বিতাড়িত করার পর ইনস্টগ্রামই ভরসা তার। এখানেই নিয়মিত নিজের মতামত প্রকাশ করছেন তিনি। লিখেছেন, সাধারণত এই রোগ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। ফলে আতঙ্কে ভুগছেন কিছু মানুষ।
এই ভাইরাসকে ধ্বংস করবেন জানিয়ে মানুষকে উপদেশ দিয়েছেন এই বলে যে, এ ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকেও আপনার অনেক বেশি শক্তি। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ভাইরাসকে ভয় পেলে আপনাদের অন্য ভয় দেখাব আমি।
কঙ্গনার হালকা জ্বর হওয়ায় দুর্বল হয়েছিলেন। সেই সঙ্গে তার চোখ জ্বালা পোড়া করছিলো। তবে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।