রাজশাহী মহানগরীতে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ । গতকাল সোমবার ৩ মে রাত সোয়া ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার সাগরপাড়া বল্লভগঞ্জ মামুনের ভাড়া বাসায় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে।
আটককৃতরা হলো, মামুন শেখ(৩০), জহুরুল ইসলাম (৩৪), বাশির(২৮), সুজন আলী (৩০), ওমর ফারুক(২৮), বুলবুল হোসেন(২৫), রন্টু মিয়া(৩৮), রহিম(৩০), সেন্টু(৪০) ও নাদিম(২৫)।
ডিবির অপর একটি টিম বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর পাড় এলাকার রাজিব(২৮) এর বসত বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে।
আটককৃতরা হলো, লিটন(৪৬), রকি(৩৬), আনারুল ইসলাম(৪০), শান্ত ইসলাম(২৫) ও শহিদুল ইসলাম(৪৫)।
এস/আর