রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনায় আরো ৪ জনের মৃত্যু ও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৮০১ জন ও মোট মৃত্যু হয়েছে ৪৮২ জনের। আগের দিন বিভাগে শনাক্ত হয়েছিল ১২৫ জনের। এদিন ২৪ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৮০৭ জন। রাজশাহী জেলায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ২৪০ জন। বাঘা উপজেলায় ১৯২ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬০ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৮০১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। এদিন নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৭ হাজার ৭১৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৮০৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৬৩ জন, নওগাঁ ২০০৪ জন, নাটোর ১৫২৯ জন, জয়পুরহাট ১৫৮৫ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৮৫৩ জন, সিরাজগঞ্জ ৩৩৯২ জন ও পাবনা জেলায় ২৬৫৮ জন। মৃত্যু হওয়া ৪৮২ জনের মধ্যে রাজশাহী ৬৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৮ জন, নওগাঁ ৩৩ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯৪ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৭ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৫৭৭ জন।
এস/আর