রাজশাহী মহানগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিপুল পরিমাণ পণ্য ডিলারের দোকান থেকে উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অফিসের সহকারী পরিচালক হাসান আল মারুফ অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ তেল, চিনি, ছোলা ও ডাল উদ্ধার করেন। নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন ঘোড়ামারা রেশম পট্টি এলাকার কাজল ব্রাদার্স নামের একটি দোকান থেকে উদ্ধার করা হয়। ডিলারের নাম মুস্তাক আহমেদ কাজল। তিনি নির্ধারিত টিসিবির ডিলার। কিন্ত টিসিবির পণ্য বিক্রির জন্য উঠিয়ে তিনি না বিক্রি করেই নিজ দোকানে মজুদ রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিসিবির পণ্যগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, ডাল ২০০ কেজি, চিনি ৩৫০ কেজি, তেল ১৫০০ কেজি ও ছোলা ২০০ কেজি। পণ্যগুলো উদ্ধারের পরে তাকে ১৫ দিনের মধ্যে পণ্যগুলো মজুদের যথাযথ কারণ জানানোর নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে জবাব দিতে না পাররে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, এভাবে পণ্য মজুদ রাখা যাবে না। কেন তিনি রেখেছেন তা জানানোর জন্য সময় দেয়া হয়েছে ১৫ দিন। এরমধ্যে জবাব দিতে না পারলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর