রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে ও শনাক্ত হয়েছে ১৩৬ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৩৩০ জন ও মোট মৃত্যু হয়েছে ৪৭১ জনের। আগের দিন বিভাগে শনাক্ত হয়েছিল ১৩৫ জনের। এদিন ১ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৭৫৭ জন। জেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় ৪ জন কম। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ১৯২ জন। বাঘা উপজেলায় ১৯২ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬০ জন, তানোর উপজেলায় ১২৮ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৫ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৩৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৩৩০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭১ জনের। এদিন নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৭ হাজার ২৫৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৭৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৪৮ জন, নওগাঁ ১৯৭৬ জন, নাটোর ১৫১৬ জন, জয়পুরহাট ১৫৭৩ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৭৫২ জন, সিরাজগঞ্জ ৩৩২৬ জন ও পাবনা জেলায় ২৪৭২ জন। মৃত্যু হওয়া ৪৭১ জনের মধ্যে রাজশাহী ৬৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৭ জন, নওগাঁ ৩৩ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯০ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ২৬৮ জন।
এস/আর