রাজশাহী মহানগরীতে খুলেছে দোকানপাট। প্রথম দিনেই নগরীর মার্কেটগুলোতে প্রচুর ক্রেতার সমাগম দেখা যায়। কিন্ত ক্রেতা-বিক্রেতা কাউকেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। যদিও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার কথা ছিল। শুধু মার্কেটগুলোতেই নয় কাঁচা বাজারেও একই চিত্র দেখা গেছে। শরীরের সাথেই শরীর ঘেঁষে ক্রেতাদের কেনাকাটা করতে দেখা গেছে। এতে আরো বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে খুলেছে দোকানপাট ও মার্কেটগুলো।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারসহ অন্যান্য বাজারগুলো ঘুরে দেখা গেছে, শুরু থেকেই প্রচুর পরিমাণে ক্রেতা ছিল। তবে কাউকেই সেভাবে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। সাহেব বাজারে আরডি মার্কেট, গণকপাড়া, কাপড়পট্টিসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের দেখা গেছে। ভিড়ের মধ্যেই ক্রেতারা কেনাকাটা করেছে। ক্রেতাদের মধ্যে কেউ কেউ মাস্ক পরে থাকলেও
সামাজিক দূরত্বের বালাই ছিল না। ব্যবসায়ীদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট খুলেছেন। দোকানে সব ধরনের স্বাস্থ্যবিধি মানার উপকরণ রাখা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে প্রচারণা চালানো হচ্ছে।
এস/আর