রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৩১ হাজার ছাড়িয়েছে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২০ জনের করোনা শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ০৫৯ জন ও মোট মৃত্যু হয়েছে ৪৬৩ জনের। আগের দিন বিভাগে শনাক্ত হয়েছিল ১৬৮ জনের। এদিন ৪৮ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৭০৫ জন। জেলায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় ৪ জন কম করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ১৪২ জন। বাঘা উপজেলায় ১৯২ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৪ জন, মোহনপুর উপজেলায় ১৫৯ জন, তানোর উপজেলায় ১২৭ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৩ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৫৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৩ জনের। এদিন নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৬ হাজার ৮৭২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৭০৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৪৫ জন, নওগাঁ ১৯৬০ জন, নাটোর ১৫০৮ জন, জয়পুরহাট ১৫৬৬ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৬৭৫ জন, সিরাজগঞ্জ ৩২৮৪ জন ও পাবনা জেলায় ২৪০৬ জন। মৃত্যু হওয়া ৪৬৩ জনের মধ্যে রাজশাহী ৬৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫ জন, নওগাঁ ৩২ জন, নাটোর ১৬ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৮৫ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৬৭ জন।
এস/আর