করোনার সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে নিজের সব রাজনৈতিক সভা বাতিল করার ঘোষণা দিলেন অভিনেতা ও তৃণমূলের সাংসদ দেব। শুক্রবার এক টুইট পোস্টে তিনি এই ঘোষণা দেন। টুইটে দেব লিখেছেন, রাজনৈতিক নেতা না হলে, মাস্ক না পরে বাড়ির বাইরে বের হবেন না। তার কারণ আপনারা জানেন। তার বার্তা, এবার প্রকৃত অর্থে ‘আত্মনির্ভর’ হওয়ার সময় এসেছে।
পাশে বন্ধনীতে লেখা, খোঁচা দিইনি। এটাই রূঢ় বাস্তব। নিজের জীবন নিজে বাঁচান।
জেএন