চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদর উপজেলার পিয়ারাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জে হামজা ল্যাবরেটরিজের (ইউননী ওষুধ) এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান মোটরসাইকেল যোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। পথে দুপুর ১২টার দিকে লালাপাড়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর