রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৫২ জনের করোনা শনাক্ত ও চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৭৭১ জন ও মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিন রাজশাহী বিভাগে ২১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতদিনের থেকে এদিন ৪৯ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৬৬১ জন। জেলায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় ৫ জনের বেশি শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ১০০
জন। বাঘা উপজেলায় ১৯২ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৪ জন, মোহনপুর উপজেলায় ১৫৯ জন, তানোর উপজেলায় ১২৭ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬১ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৬১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৭৭১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী জেলায় ২ জন ও বগুড়া জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৬ হাজার ৫৬১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৬৬১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯১৯ জন, নওগাঁ ১৯৩৩ জন, নাটোর ১৪৯০ জন,
জয়পুরহাট ১৫৬০ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৬০০ জন, সিরাজগঞ্জ ৩২৪০ জন ও পাবনা জেলায় ২৩২৮ জন। মৃত্যু হওয়া ৪৫৯ জনের মধ্যে রাজশাহী ৬৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ৩২ জন, নাটোর ১৬ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৮৩ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৯ হাজার ৯৩২ জন।
এস/আর