রাজশাহী মহানগরীতে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ৬৫০ গ্রাম হেরোইনসহ ইমন আলী (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। আটক যুবক নগরীর মতিহার থানাধীন ললিতাহার এলাকার জমসেদ আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে তাকে নহরীল শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী
অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল বৃহস্পতিবার দুপরে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা মূল্যেরর ৬৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ইমন আলীকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর