তামিম ইকবাল-মুশফিকুর রহিম, নিঃসন্দেহে বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান। দুজনের প্রতিযোগিতাও থাকে একে অন্যকে ছাড়িয়ে যাবার। পাল্লেকেলেতে শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টেও হয়েছে তেমনটা।
সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাল্লেকেলের ঘাসের উইকেটে শুরুতে ওপেনার সাইফ হাসানকে হারালেও তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লঙ্কান পেসারদের সামলে তামিম পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি। তাতেই ছাড়িয়ে গেছেন মুশফিককে।
টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এতদিন ৪ হাজার ৫৩৭ রান ছিল মুশফিকুর রহমের। আজ সেটি ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন তামিম।
মুশফিকের থেকে সাতটি টেস্ট কম খেলেই শীর্ষে উঠেছেন দেশ সেরা বাঁহাতি ওপেনার তামিম। রান তোলার গড়েও এগিয়ে তামিম।
রান তোলার দিক থেকেও এগিয়ে রয়েছেন তামিম। ৩৬.৫৮ গড়ে রান তোলেন মুশফিকের আর তামিমের রান এসেছে ৩৮.৪৫ গড়ে।
জেএন