রাজশাহী মহানগরীতে গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে মিজানুর হোসেন ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শাহাপুর গ্রামের মৃত পিতা মজির উদ্দিন মন্ডল এর ছেলে আমজাদ হোসেন। সম্পর্কে তারা জামাই-শ্বশুর। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ ছোটবন গ্রাম (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে থেকে গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর চন্দ্রিমা থানা পুলিশের একটি গত শনিবার দুপুরের নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ টি গাঁজার গাছ উদ্ধার করে ও জামাই শ্বশুরকে আটক করে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
এস/আর