1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সুনীল ছাড়াই আসছে কপিল - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

সুনীল ছাড়াই আসছে কপিল

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ বহু বিতর্কের পর অবশেষে ছোটপর্দায় ডঃ মাশহুর গুলাটি ছাড়াই আসছেন কপিল৷ বহু প্রতিক্ষার পরেও সুনীলকে রাজি করাতে পারলেন না কপিল শর্মা৷একাধিকবার কপিল অনুরোধ করলেও সুনীলকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারলেন না তিনি৷ অতঃপর তাকে ছাড়াই আসছে দ্য কপিল শর্মা শো৷ যদিও সুনীলের বদলে শো-তে আসতে চলেছে বেশ কয়েকটি নতুন মুখ৷ যদিও এখনই তা অফিসিয়ালি ঘোষনা করেননি কপিল এবং তার মুখপাত্র৷

সোমবার হিন্দুস্থান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী সম্প্রতি সোনি টিভির কর্ণধারের সঙ্গে দীর্ঘ বৈঠক করে কপিল৷ অবশেষে সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় মার্চ থেকেই টেলিকাস্ট হতে চলেছে দ্য কপিল শর্মা শো৷বৈঠক শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই সোমবার তড়িঘড়ি কপিল প্রোমো শ্যুটও করে নেন৷ সূত্রের খবর এই সিজনের একাধিক পরিবর্তন আসতে চলেছে শো তে৷ আরও বড় করে সাজানো হবে তার এবারের শো-এর সেট৷

একসময় কপিল এবং মাশহুর গুলাটির যুগালবন্দী টিআরপির পারদ চড়িয়েছিল শো-তে৷তবে ২০১৭ তে বিমানে মদ্যপ অবস্থায় কপিল দুব্যাবহার করেন তার বন্ধু ও সহকর্মী সুনীল গ্রোভারকে৷ সেই ঘটনার পর থেকেই কপিলের সঙ্গে সব সম্পর্ক ইতি টানে সুনীল৷ এমনকি দ্য কপিল শর্মা শো থেকেও বেড়িয়ে আসেন তিনি৷ এরপর থেকেই শো-এর টিআরপি ধসতে শুরু করে৷ এমনকি শো-তে ঠিকমতো কাজও করতে পারছিলেন না কপিল৷শো-তে তারকা অতিথিরা আসলেও মাঝেমধ্যে অসুস্থতার দোহাই দিয়ে অনুপস্থিত থাকতেন কপিল৷ এমনকি ২০১৭-তেই মুক্তি পেয়েছিল তার হোম প্রোডাকশনে প্রথম ছবি ফিরাঙ্গী৷ কিন্তু সেই ছবিও খুব একটা বক্সঅফিস সাফল্য পায়নি৷ ফলে নতুন বছরে তার বহু প্রতিক্ষিত দ্য কপিল শর্মা শো কতটা জনপ্রিয় হয় এখন সেটাই দেখেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST