টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আহত হয়েছে আরো দুইজন। আজ (শুক্রবার) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রেজাউল ও অপরজনের নাম শাহাদত হোসেন। তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপালের পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার বাবলা এলাকায় আজ বিকাল ৪টার দিকে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গগামী একটি ট্রাককে অপর একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল ও শাহাদতসহ তিনজন মারা যান। আহত হয় দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালের পাঠানো হয়েছে। ট্রাক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জেএন