রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-শহর এলাকার বশির হোসেনের ছেলে শামসুল হক রোহান (১৯), বিপ্লব হোসেনের ছেলে শাওন হোসেন রাজ (২০), রুহুল আমিনের ছেলে জাহিদ হাসান পল্টু (২৪), জুয়েলের ছেলে মারুফ হাসান (২৬) এবং মৃত আমিনুল ইসলামের
ছেলে এনামুল হক পলাশ (২৩)। পুলিশ জানায়, ১২ এপ্রিল সন্ধ্যায় বোয়লিয়া মডেল থানার উপ-শহর ঈদগাহ মাঠ এলাকায় পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাং এর সদস্যরা শক্তি সামর্থ প্রদর্শন ও মারামারির উদ্দেশ্যে লাঠিসোটা, ধারালো চাকু নিয়ে একত্রিত হয়। পরবর্তীতে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় আজ ১৪ এপ্রিল সকাল ১০ টায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ হতে ছবি সংগ্রহপূর্বক উপশহর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৫ সদস্যকে আটক করে। ভিডিও ফুটেজ পর্যালোচনাপূর্বক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর