টানা দ্বিতীয় বারের মত নির্বাচিত রাজশাহী গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু ভারতের বেঙ্গলর একটি হাসপাতলে চিকিৎসা করাতে গিয়ে হঠাৎ স্টোক করে অবস্থা সংকটানপন্ন হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানাযায়, প্রায় ১৫ দিন আগে চিকিৎসার হার্টের সমস্যা জনিত করনে চিকিৎসা করার জন্য দেশ ত্যাগ কলে কয়েকদিন আগে চিকিৎসা শুরু হয়। কিন্তু গত ১০ এপ্রিল
দিবাগত রাত প্রায় ২ টার দিগে রক্ত চলাচল প্রেসার লো সহ বেশ কিছু সমস্যা দেখা দিলে স্টোক করে। এতে জ্ঞানশূন্য হয়ে পড়লে সেই হাসপাতালেই উন্নত চিকিৎসা শুরু হয়। মেয়র বাবু দীর্ঘদিন হতে হার্টসমস্যাসহ নানান জটিল রোগে ভূগছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়র বাবুর অবস্থা আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। তার পরিবারের পক্ষ হতে সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
এস/আর