1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পরমব্রত’র শার্টে অনুষ্কার নখের আঁচড় - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

পরমব্রত’র শার্টে অনুষ্কার নখের আঁচড়

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্ুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফার্স্ট লুক কিংবা পোস্টার! অনুষ্কা শর্মার ‘পরী’ কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। তবে এবার সামনে এল এক অদ্ভুত পোস্টার। যা দখলে সত্যিই হাত-পা ঠাণ্ডা হয়ে যাবে। এবারের পোস্টারে অনুষ্কার সঙ্গে দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কেও। তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন অনুষ্কা।

এর আগে একটি টিজার প্রকাশ করেছিলেন অনুষ্কা শর্মা। সেখানে দেখা গিয়েছিল, তাঁর পায়ের নখগুলি ক্রমশ বড় হচ্ছে। যা দেখলে সত্যিই আতঙ্কিত হতে হয়। এবার দেখা গেল পরমব্রতর জামায় তাঁর রক্তমাখা নখের দাগ। পোস্টারটি ট্যুইটারে পোস্ট করে অনুষ্কা লিখেছেন, ‘আগে হোক বা পরে, ভাগ্যের চাকা ঠিকই ঘোরে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।’ আগামিকালই যে এই ছবির টিজার মুক্তি পাচ্ছে, সেটাও জানিয়ে দিয়েছেন অনুষ্কা।

এর আগের টিজারে দেখা গিয়েছিল, হাতে পায়ে তাঁর লোহার শিকল বাঁধা অনুষ্কার৷ কোলের উপর টেলিভিশনের রিমোট৷ সামনে চলছে কার্টুন৷ কেন তার এই অবস্থা? তা অবশ্য টিজারে জানানো হয়নি৷
প্রথম টিজারে ছবির কলাকুশলীদের সঙ্গে পরিচয় করানো হয়েছিল৷ দ্বিতীয় টিজারে অনুষ্কা দেখা দিলেন বটে, কিন্তু দর্শকের মনে কৌতূহল জাগিয়ে রেখে৷

অনুষ্কা শর্মার হোম প্রোডাকশনের এই টিজারটি টুইট্যারে আপলোড করেছিলেন অভিনেত্রী স্বয়ং৷ টিজারে দেখা যাচ্ছে অনুষ্কা খাটে বসে একমনে কার্টুন দেখছে৷ তবে তার হাত বাধা শিকল দিয়ে৷ ধীরে ধীরে যখন ক্যামেরা তার পায়ের কাছে গেল, দেখা গেল পায়েও শিকল৷ তবে তার পায়ের নখ কিন্তু পরিবর্তন হতে লাগল৷ পায়ের নখের আকৃতি ক্রমশ বড় হতে থাকছে৷ যা দেখলে অনেকেই শিউরে উঠবেন৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST