রাজশাহীর বাঘায় রিভলবার ও গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাইজুল ইসলাম জনি (২৮) ও একই উপজেলার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রামানিকের ছেলে কামরুল ইসলাম (৩৫)। আজ রোববার বিকেল ৪টার দিকে বাঘা থানাধীন আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃতে রোববার বিকেল
৪টার দিকে বাঘা থানাধীন আশরাফপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী রিভলবার, ৭টি গুলি, ১টি খালি খোসা ও একটি মোটর সাইকেলসহ দুই ব্যক্তি ফাইজুল ও কামরুলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত অবৈধ গুলিসহ রিভলবার অপরাধ সংঘঠিত করার উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে। এ ব্যাপারে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এস/আর