সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে বাসচাপায় শাকিল (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সকাল পৌনে ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, সকালে শাকিল স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ