নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ নগর বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক এমপি এবং মেয়র মিজানুর রহমান মিনু। আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক এ্যাড, শফিকুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথি তার বক্তব্যে, বিএনপি নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন। আলোচনা সভা শেষে কোকোর মৃত্যুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে