রাজশাহী বিভাগের ৮টি জেলায় ১ দিনে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ৫ হাজার ২১৩ জন মানুষ। এরমধ্যে পুরুষ ৩ হাজার ১৮৫ জন ও নারী ২ হাজার ২৮ জন। এরমধ্যে রাজশাহী জেলায় ৯৬৭ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৯২ জন, নাটোর জেলায় ১৩৯ জন, নওগাঁ জেলায় ৩১০, পাবনা জেলায় ৫৫৬ জন, সিরাজগঞ্জ জেলায়
১০৩১ জন, বগুড়া জেলায় ১৫৩৬ জন, জয়পুরহাট জেলায় ২২৪ জন ও রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২৫৮ জন। শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এস/আর