রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করে। পুলিশ জানায়, রাজপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু জামাত-শিবির কর্মী রাজপাড়া থানার ডিংগাডোবা ব্যাংক কলোনী মোজাম্মেলের ঢালান এলাকায় দেশকে অশান্ত করার লক্ষে নাশকতা ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড করার উদ্দেশ্যে জমায়েত হচ্ছে। সংবাদের প্রেক্ষিতে রাজপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছিলে জামাত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পালানোর সময় সেখান হতে আসামী শিহাব উদ্দিন (৩২)কে গ্রেফতার করে। এর প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নাশকতার মামলা রুজু হয়।