করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হান্নান করোনায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রামেক হাসপাতাল আইসিইউ বিভাগের প্রধান ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে চিকিৎসক আব্দুল হান্নান আইসিউতে মারা গেছেন। এর আগে গত মঙ্গলবার আব্দুল হান্নানকে গুরুতর অবস্থায় আইসিওতে নেয়া হয়। গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি। এই চিকিৎসকের মৃত্যুর পর থেকে হাসপাতালে চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এস/আর