রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে ১৭ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনার একমাত্র আসামি হানিফ বাসের ড্রাইভার আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ। আটক বাস চালক পুঠিয়া উপজেলার বারই পাড়া গ্রামের ফজলুল
হকের ছেলে। আজ শনিবার দুপুর দুইটায় রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে কাটাখালি থানা পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে রাজশাহীর কাটাখালি থানার সামনে রাস্তায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হয়ে গাড়ির মধ্যে পড়ে ১৭ জনের মৃত্যু হয়।
এস/আর