ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের হিসেব চুকিয়ে এখন রাজনীতির ময়দানে নেমেছেন কলকাতার তুমুল জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। গেলো মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন এই অভিনেত্রী।
মনোনয়নপত্র জমা দেয়ার ছবি টুইটারে পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি, তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফূর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সঙ্গে সোনার বাংলার সংকল্প নিয়ে সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়ন পত্র জমা দিলাম।’
প্রসঙ্গত, এক সময় পশ্চিমবঙ্গের দিদি মমতার মঞ্চে দেখা যেত শ্রাবন্তীকে। তার এই পরিবর্তনে সমর্থন জানিয়েছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। সূত্র- আনন্দবাজার
জেএন