1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মারচ, ২০২১

রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ও দুর্গাপুর ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল ফটকের সামনে যক্ষা দিবস উপলক্ষ্যে এক র্যালি বের হয় ও পরে হল রুমে টিএইচও ডাক্তার মাহাবুবা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মহসিন মৃধা, উপস্থিত ছিলেন আরএমও ডাক্তার মেহেদী হাসান, শিশু বিশেষজ্ঞ ডা: পারমিতা সরকার, যক্ষা বিভাগের টিএল সি এ. রোকেয়া গফুর, স্যানেটারী ইন্সেপেক্টর আব্দুল সালাম, পরিসংখ্যান কর্মকর্তা রুমানা আক্তার, ইপিআই কর্মকর্তা নাসরিন আক্তার,এফটি ডাবলিও মেহেদী হাসান, আরিফ হোসেন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জানা যায়,আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। এ উপলক্ষে জাতীয় যক্ষা,পুষ্টি কর্মসূচির আয়োজনে যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই মহামারীর নির্মূলে দিবসটি পালিত হয়।

১৮৮২ সালের এই দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার এবং এর রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ‘”মুজিব বর্ষের অঙিকার,যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার”

যক্ষ্মা এখনো বিশ্বের দশটি মৃত্যুজনিত কারণের মধ্যে অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতিদিন বিশ্বে চার হাজার মানুষ যক্ষ্মা রোগে মারা যান এবং ৩০ হাজার আক্রান্ত হন। তবে বৈশ্বিক প্রচেষ্টায় ২০০০ সাল থেকে ৫৮ মিলিয়ন মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।

২০১৮ সালে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে যক্ষ্মা রোগ নির্মূলে বিশ্বে নেতৃবৃন্দ একমত হন। দিবসটি উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকার, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা, স্বাস্থ্য সেবা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানকে যক্ষ্মা রোগী খুঁজে সবাইকে চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST