নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প। মঙ্গলবার ভোররাতে তাদের আটক করা হয়।
আটককরা হলেন- জেলার পত্নীতলা উপজেলার হেলেঞ্চা ডাংকি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৩) ও ইউসুফ (২৫)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহকারী পরিচালক জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শহরের বাইপাস বরুনকান্দি এলাকার মেসার্স অতিথি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। নওগাঁ থেকে মহাদেবপুরগামী পাকা রাস্তার ওপর ব্যাগ হাতে দাঁড়ানো অবস্থায় হারুন অর রশিদ ও ইউসুফের গতিবিধি সন্দেহজনক বলে মনে হচ্ছিল। তাদের হাতে থাকা কফি রংয়ের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ হাজার ৯০০ টাকা, চারটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ