রাজশাহীর পবা উপজেলার বড়গাছি বেতকুড়ি গ্রামে শর্টসার্কিট থেকে আগুন লেগে বাড়ি পুড়ে গেছে ও এক গরুর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ি পুড়ে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
নওহাটা ফায়ার সার্ভিস জানায়, রোববার দিবাগত রাতে বেতকুড়ি গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি টিনসেড বাড়িতে আগুন লেগে যায়। এতে বাড়িটি পুড়ে যায়
ও একটি গরুর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তার আগেই বাড়িটি পুড়ে যায় ও গরুর মৃত্যু হয়। এতে ওই বাড়ির মালিকের প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে|
এস/আর